বায়ুমণ্ডল
বায়ুমণ্ডল পৃথিবীকে উল্কাপিণ্ড থেকে রক্ষা করে। যখন সেই উল্কাপিণ্ডগুলো আমাদের বায়ুমণ্ডলে প্রবেশ করে, সেসময় সৃষ্ট তাপ তাদের পুড়িয়ে ছাইয়ে পরিণত করে। এটি পৃথিবীকে ক্ষতিকর রশ্মি থেকেও রক্ষা করে।
আপাতদৃষ্টিতে অদৃশ্য বায়ুমণ্ডল পৃথিবীকে ক্ষতিকর তেজস্ক্রিয় রশ্মি এবং উল্কাপিণ্ড থেকে রক্ষা করে। এটি সম্প্রতি জানা গেলেও ১৪০০ বছর আগে কোরআনে এটি উল্লেখ করা হয়েছে।


"আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি; অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে।"
সূরা আম্বিয়া আয়াত ৩২